ইভ্যালি ক্যাশব্যাক ক্যালকুলেটর

আপনার পণ্যের দাম ও ডিস্কাউন্টের পরিমাণ লিখুন

আমাদের Android & Windows 10 অ্যাপ (beta) ডাউনলোড করুন।
%
ফুল পেমেন্ট

আপনি যদি সম্পূর্ন 100 টাকা দেন, তাহলে 100% ক্যাশব্যাক অফারে আপনার ইভ্যালি ওয়ালেটে পাবেন 100 টাকা ক্যাশব্যাক।  সুতরাং, আপনার পণ্যের দাম হবে 0 টাকা।

পার্শিয়াল/আংশিক পেমেন্ট
পার্শিয়াল পেমেন্টের ক্ষেত্রে 100% ক্যাশব্যাক অফারে, আপনাকে দিতে হবে 50 টাকা।  তাহলে আপনি পাচ্ছেন 50 টাকা ছাড়।

সাধারণ জিজ্ঞেসা

কত দিনের মধ্যে ও কীভাবে/কোথায় ক্যাশব্যাক পাব?

বর্তমানে ইভ্যালি ৩ দিনের মধ্যে ইভ্যালি ওয়ালেটে ক্যাশব্যাক প্রদান করে।

ক্যাশব্যাক কীভাবে ক্লেইম/গ্রহণ করব।

১।  পিসিঃ আপনি ইভ্যালির ম্যেনু থেকে "Details Statements" এ গেলেই ক্লেইম করার অপশন পাবে।
২।  মোবাইলঃ ইভ্যালি অ্যাপ থেকে "Dashboard -> Check Balance" এ গেলেই ক্লেইম করার অপশন পাবে।

পার্শিয়াল পেমেন্টের হিসাব বুঝতে পারছি না।

ধরেন ইভ্যালি ১০০ টাকার পণ্যে ১০০% ক্যাশব্যাক দিচ্ছে, তাহলে পার্শিয়াল পেমেন্টের ক্ষেত্রে আপনি ৫০ টাকা পেমেন্ট করলে, ৩ দিন পর ইভ্যালি আপনাকে সেই ৫০ টাকার ১০০% মানে ৫০ টাকা ইভ্যালি ওয়ালেটে ক্যাশব্যাক দিবে। যা পরে আপনাকে ওর্ডার পেজে গিয়ে "Evaly Balance" সিলেক্ট করে পেমেন্ট করে দিতে হবে। তাহলে আপনার সম্পূর্ন পেমেন্ট ক্লিয়ার হয়ে যাবে আর ওর্ডারটি প্রসেসিং এ চলে যাবে।

ক্যাশব্যাকের টাকা দিয়ে পরে শপিং করা যাবে?

হ্যাঁ, আপনি অফার বা ক্যাম্পেইন ব্যতীত যেকোন শপ থেকেই যেকোন সময় কেনাকাটা করতে পারবেন।

অ্যাপসে এত পারমিশন চাচ্ছে কেন?

দুঃখিত, 3rd party টুলস ইউস করে বানানোর ফলে অনেক কিছুই আমরা নিজেদের মত করে সেটআপ করতে পারিনি। আর আমরা ৩ জনের কেউ অ্যাপস ডেভঃ না, শুধু আপনাদের ব্যবহার উপযোগী অ্যাপ দেয়ার জন্যই আমাদের প্রায় ৪-৫ ঘণ্টা এই অ্যাপের পিছনে ব্যয় করতে হয়েছে।

আপনারা কোন পারমিশন না দিয়েই অ্যাপ ইউস করতে পারবেন। তাই অনুরোধ রইল, পারমিশন গুলা "Disallow" করার জন্য। আমাদের চেষ্ঠা থাকবে খুব দ্রুত আপনাদের এর চেয়ে ভাল অ্যাপস উপহার দেয়া। ধন্যবাদ